Thursday, July 30, 2020

দিঘিজল :: গৌতম মণ্ডল


দিগন্ত যেখানে আরেক দিগন্তের
মধ্যে লীন হয়ে যাচ্ছে
সেখানে চিৎ হয়ে
শুয়ে রয়েছে একটি দিঘি
সারা গায়ে রোদ মেখে
দিঘির জলে সাঁতার কাটছে
একঝাঁক রাজহাঁস

একঝাঁক বুনো কুকুর 
অরণ্য চিরে ঢুকে যাচ্ছে
আরও গভীর অরণ্যের দিকে

অগোচরে একটু একটু করে
লাল হয়ে উঠছে দিঘিজল

No comments:

Post a Comment