Wednesday, August 5, 2020

কিশোর ঘোষের কবিতা


আপডেট

পটাপট ক্যাশবাক্সের মধ্যে ঢুকে পড়ছে
দোকানির দুঃখ
করাতকলের শব্দ বেয়ে উঠছে-নামছে
                           কাঠবেড়ালী জীবন
সরল মেয়ে পেয়ে কার ধর্ষণ করে গেল নদীটিকে
সেই নদীখাতে আমাদের ভালোমন্দ চাষ!

কবে যেন দুপুর পড়ে গেল দু'কুলে
অন্যের কান্নার জলে 
তেষ্টা মেটানোর দিন পড়ে গেল
তবে, অক্সিজেন মাস্ক পরা বাতাস ঝুলছে মোড়ে মোড়ে

আর এবছর সরকার 
রেশনে সরকারি নিঃশ্বাস দিচ্ছে


আয়নাবাজার

তারপর আলোময় জ্বালিল আঁধার 
অনেক কারণ ছিল তাহার কাঁদার 
লাগেজ বাড়িল কবি জন্ম হল ব'লে
ঘুমের গাছেতে তায় স্বপ্নভূত দোলে

যদিও কৃষক যিনি, ধানশিরমণি
লোন করা আয়ু তাঁর জ্বালানির খনি
রোপণ করেন তারা মহাকাশ রাত
শিউলিতলায় ঝরে যতটা প্রভাত

এরপর ট্রাম ফেরে অফিস ফুরোলে
ময়দান গায় গান সাপুড়ে ঘুমোলে
সুরারোপ করে গ্লাস... কাচের রেস্তোরাঁ 
আয়নাবাজারে বাড়ে লটারির পাড়া

তবুও লালন সাঁই রেডিয়ো বাজান
গ্রাম এসে গেয়ে যায় ভাড়াটিয়া গান
কারা যেন পিকনিকে নদীতিরও খান

ধন্য বাথরুম, বন্য নিজস্বীর স্নান!

No comments:

Post a Comment