গুঁড়িপথ
এখানে সুপ্তিহীন নুড়িবিজড়িত এই ফাঁকা অন্তরীপে
অসত্য নেমপ্লেটে ওরা এসেছিল ভুয়ো জিপে...
দীপদা সন্ধেবেলা নীপাদির রাংতার টিপে
নিজেকেই দেখেছিল চন্দ্রাহত, আর
জ্যোৎস্না এসে জলে পড়ে
ছায়া হয়ে ঘিরে গেল তার,
অন্য ব-দ্বীপে!
কানাকানি বয়ে চলে
পাপড়ির সিড়ি ভেঙে, সারারাত
কালো টিউলিপে...
সঞ্চার
মাছির মতন ঘরে ঢোকে
অনাহুত, ফাঁকা এক বসন্তবাতাস,
আমি তাকে বহুদূর চলে যেতে বলি...
যেখানে চন্দ্রচোর দাগী কানাগলি
কোনও দিন হতে পারে তারার আকাশ...
No comments:
Post a Comment