ভারতবর্ষের নামে চিঠি পাঠাই এক বিশ্বগ্রাম থেকে
জানি, পরম্পরার ভেতর সব, গ্রিল বসানো ফাঁক
তবু, দেখো, আহ্নিক-একাদশী সারছে কামার্তরা।
একটি অন্ধরাস্তা ধ'রে খুনীরা আসে রক্তমাংস চেয়ে
লালফিতের ফাঁসে কাঁদছে অধিকারের পাখি!
সব প্রবাহের মুখগুলি পরিকল্পিত ঘোরানো!
উৎসের দিকে উল্টো, নামানো থাকছে,পতাকা!
মগজের ভেতর দিয়ে উড়ন্ত ফোরলেন
চাষের ক্ষেতে কর্পোরেটের গুদামঘরের তালা
সংবিধানের ধারায় জমছে পদার্থের রেচন
শাসকের মুখ ঝামলায় নয়া-খনার বচন!
চিত্রকলা: হিরণ মিত্র
No comments:
Post a Comment