১
ক্যালেন্ডারের পাতা মৃত্যুর লিঙ্ক পাঠিয়ে যায় রোজ
মার্কিনি স্ট্রাইপড্ ব্যানারে রাতের আকাশের তারা
লকডাউন ট্রেন-স্টেশনে তাকিয়ে থাকে মৃত যাত্রীর অপেক্ষায়
২
ঘরের দরজা এখন আর খোলা হয় না পৃথিবীকে স্বাগত জানাতে
যখন সকালের আলো পাতাহীন গাছের ডাল বেয়ে গলতে থাকে
তখন শেষ তুষারপাতের পথে হেঁটে যায় আরেকটা কোয়ারান্টাইনড্ দিন
৩
প্রতিটি নতুন শব্দ জন্ম দেয় পুরোনো আরেকটি শব্দর
ঠিক যেমন আমরাও জন্ম দিই বাবা-মা’র স্মৃতি
ছবির শেল্ফে ডিসইনফেকট্যান্ট দিয়ে মুছে যাওয়া দিনে
৪
বৃষ্টি এখন উইন্ডশিল্ড ওয়াইপারে ধুয়ে দিচ্ছে রোববারের বিকেল
পোস্ট-ট্রুথ ধুয়ে দেওয়া ফেক-নিউজের মতো
কাঠের বারান্দার ডেকে প্রতিফলিত সেই ভাইরাল সময় আপলোড হয়েছিল গতকাল
৫
এভাবেই তাপমান বাড়িয়ে যাবে শরীরের পালস্-বিট
দূরের ছায়ায় চেনা অচেনা মৃতদেহ কেঁপে উঠবে বারবার
কবি শুধুই দেখতে থাকবে তার নির্বাক জল-ধোওয়া হাত
No comments:
Post a Comment