Friday, August 14, 2020

সময়ের গন্ধ :: গৌতম চৌধুরী

প্রত্যেক সময়ের একটা গন্ধ আছে। যেমন প্রত্যেক মহল্লার। গন্ধটা সেখানেই স্থির হয়ে থাকে। স্থির হয়ে থাকতে থাকতে প্রাচীন হয়ে যায়। কিন্তু কিছু কিছু গন্ধের ডানা গজায়। ডানায় ভর ক’রে নিজের সময় থেকে বেরিয়ে বয়ে যেতে থাকে অন্য সব সময়ের ওপর দিয়ে। দ্যাখে, একেকটা সময়ের গন্ধের কোনও প্রবল চরিত্র নেই। কোনও সময়ের আবার ভারি বদ গন্ধ। যেন, বিষবাষ্প ছড়িয়ে রয়েছে চারিদিকে। তার ভারি ইচ্ছে করে খারাপ গন্ধটার নুটি ধরে ঝাঁকিয়ে দিতে। যাতে সেটা তার সময়কে ছেড়ে পালায়। কিন্তু পার হয়ে আসা সময়কে তো আর পালটানো যায় না। আরও পরের দিকের সময়ের পানে ডানা ভাসায় সে। ভাসতে ভাসতে একটা গন্ধকে ভারি পছন্দ হয় তার। অনেকটা যেন তারই মতো। আবার আলাদাও। বিরক্ত করে না তাকে। নিজের ডানা থেকে একটা পালক ঝরিয়ে ভাসিয়ে দেয় সেখানে। তারপর ফিরে আসে নিজের সময়ে। ফেলে-আসা পালক থেকে ছড়িয়ে পড়তে থাকে সেই আগের সময়ের গন্ধ। পরের সময়ের গন্ধের মধ্যে ধীরে ধীরে মিশে যেতে থাকে তা। কেউ হয়তো টেরই পায় না।




Painter: Willi Baumeister (1889–1955), Germany

No comments:

Post a Comment