Friday, August 14, 2020

মুজিব সিঁড়ি :: কিং সউদ

 

রক্তে আগুন চোখে ফাগুন 

মুক্তি নেশায় চিরঞ্জীব

কেবল শুধু বাঙালির নয়

বিশ্বের নেতা শেখ মুজিব

এক পৃথিবী চায়নি মুজিব 

চেয়েছে স্বাধীন বাংলাদেশ 

দিয়েছে রক্ত দিয়েছে প্রাণ

তবুও মুজিব অনিঃশেষ

অন্ধকারে আলোর ঝর্ণা 

নদীতে ঘেরা আগ্নেয়গিরি 

স্বাধীনতার সোনার মঞ্চে 

তুলে দিলো মুজিব সিঁড়ি

প্রাণ প্রেরণা প্রণয় পালক

পাখির নীড়ে ছানার গান

ওড়ার স্বপ্ন ঘোরার স্বপ্ন 

দেখালো মুজিবুর রহমান

যুগ জনতা বদলে গেছে 

স্বাধীনতা বদলায়নি 

মুজিবের দেয়া স্বাধীনতা নিয়ে 

নেই কোন আর হয়রানি

কারাগারকে ঘর বানিয়ে 

সংগ্রাম করে কেটেছে দিন

ঘরগুলো সব দূর্গ করার

সুর বাজালো মুজিববীণ

মুরালে নয় ছবিতে নয় 

নয় তো কোন জাদুঘরে 

মুজিব ছিলো মুজিব আছে 

সব বাঙালির হৃদয় জুড়ে

লোভ লালসা ক্ষমতা শাসন 

পারেনি ছুঁতে মুজিবমন

জয় বাংলা বাঙালির জয়ে

ভেবে ছিলেন প্রতিটিক্ষণ

মৃত্যু ক্ষুধা ঝড় বন্যায় 

মানুষের ছায়া শেখ মুজিব 

মানুষের প্রতি মায়া মমতার

গড়ে ছিলেন মজবুত ভিত

১০

যুদ্ধ দিনে মুজিব ছিলেন 

সব যোদ্ধার অস্ত্র হয়ে

মেরেছে সব শত্রুসেনা 

থাকেনি বাঙালি মৃত্যু ভয়ে

১১

ধর্ষিত বোন ধর্ষিত মা

লাশের ওপর লাশ

মুজিব তবুও আপোষ করেনি

স্বাধীনতার ইতিহাস

১২

লালন হাছন জীবনানন্দের 

গান কবিতার দেশে

মুজিব হলেন পরশ পাথর 

মানুষ ভালোবেসে

১৩

মুজিব মায়া মুজিব প্রেম

মুজিব নীতি দর্শন 

মুজিব স্মৃতি মুজিব শোক 

মুজিবেই আকর্ষণ

১৪

ধর্মে দাঙ্গা দেশ দুই ভাগ

ভাষার জন্য আন্দোলন 

মুজিব ছিলেন মানুষের দলে

মাথা পেতে নিয়ে নির্যাতন

১৫

ধানমন্ডি না টুঙ্গিপাড়া 

কোথায় থাকেন মুজিব 

মুজিব থাকেন সবার ঘরে

সৌম্য শান্ত সজীব

No comments:

Post a Comment